নিজস্ব সংবাদদাতা: হাওড়ার বেলগাছিয়ায় দুর্ভোগ যেন আরও কিছুটা বেড়ে গেল। বৃষ্টিতে ব্যাহত হচ্ছে কাজ। অথচ তারই বেলগাছিয়ার বিস্তৃর্ণ এলাকায় দেখা গেল মারাত্মক ফাটল। একই সাথে আজও মেটেনি পানীয় জলের সঙ্কট।
হাওড়ার বেলগাছিয়ায় আজও দুর্ভোগ অব্যাহত। বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন এলাকায় মানুষের জলকষ্ট অব্যাহত। গতকালের মতো আজ সকালেও ফাটল দেখা যায় একাধিক জায়গায়। দেখা যায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে রয়েছে। রাস্তা উঁচু হয়ে গেছে। বেশ কিছু ঘরের ফাটল এতোটাই বেশি যে দেওয়াল ভেঙে ভেঙে পড়ছে। মানুষজন রীতিমতো আতঙ্কিত। প্রায় ৩০টি পরিবারকে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী একটি স্কুল এবং একটি ক্লাবে রাখা হয়েছে। সেখানেই তাদের আপাতত থাকার ব্যবস্থা করা হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/03/22/err44ty-882139.png)
আধিকারিকরা বলছেন, পাইপ লাইনে ফাটল তো ছিলই। আর এদিন নতুন পাইপ লাইন বসাতে গিয়েই ঘটে আরও বিপত্তি। সেই কাজ চলতে চলতেই মারাত্মক ধস নামে। সাধারণ লেভেল থেকে রাস্তা উঠে যায় অনেকটা। বিদ্যুতের পোল ভেঙে পড়েছে বাড়ির মাথার ওপর। একাধিক বাড়িতে মারাত্মক ভাবে দেখা গিয়েছে ফাটল। রীতিমতো আতঙ্কে রাস্তায় বাইরে এসে দাঁড়িয়ে রয়েছেন স্থানীয়রা। ঘটনাস্থলে ইতিমধ্যেই এসেছেন মন্ত্রী অরূপ রায়। সমগ্র এলাকা পরিদর্শন করে দেখছেন তিনি। একই সাথে এই ঘটনাকে দুর্যোগ বলেই মনে করছেন মন্ত্রী।