নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর : বিশ্বকর্মা পুজোর আগেই মেদিনীপুর সদরে দাপিয়ে বেড়ালো শতাধিক হাতি। ব্যাপক ক্ষতি ফসলের। হাতির পাল না সরলে আরো ক্ষতির আশঙ্কায় রাত ভোর আগুনের হুলা নিয়ে হাতি তাড়ানোয় ব্যস্ত গ্রামবাসীরা। শুক্রবার সন্ধ্যা থেকেই শতাধিক হাতি নেমে পড়ে হেতাশোল, ডুমুরকোটা, ডাইনমারি, ঢড়রাশোল বিভিন্ন গ্রামের কৃষি জমিতে। এতে বিঘার পর বিঘা ধান জমি ক্ষতি হয় বলে স্থানীয়দের দাবি। পরে বনদপ্তরের কর্মীরা ও স্থানীয় লোকজন আগুনের হুলা নিয়ে হাতিগুলিকে জঙ্গলে ফেরত পাঠায়। তবে শনিবার ফের ক্ষতির আশঙ্কায় চাঁদড়ার বাসিন্দারা।