মিশন লাইফ: বেদীভবন রবিতীর্থ বিদ্যালয়ের ছাত্রীদের প্রদর্শনী

পরিবেশ সংক্রান্ত প্রদর্শনী।

author-image
Anusmita Bhattacharya
New Update
bedi1

নিজস্ব সংবাদদাতা: ২১শে ডিসেম্বর থেকে ২৫শে ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ চন্দননগরে একটি পরিবেশ মেলার আয়োজন করেছে। মিশন লাইফ-এর উপর ভিত্তি করে প্রতিদিন ১০টি স্কুল তাদের মডেল নিয়ে অংশগ্রহণ করছে। ২১শে ডিসেম্বর ড. কল্যাণ রুদ্র, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।

আজকের পর্বে অংশগ্রহণ করেছিল বেদীভবন রবিতীর্থ বিদ্যালয়ের ছাত্রীরা। দেখুন তাদের প্রদর্শনী।