চলতি বছরে মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছেন বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের অন্বেষা চক্রবর্তী। বরাবরই পড়াশুনায় 'ভালো' অন্বেষার অন্যতম ভালোলাগার বিষয় 'আবৃত্তি'।
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : চলতি বছরে মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছেন বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের অন্বেষা চক্রবর্তী। তার প্রাপ্ত নম্বর ৬৮৮। মাধ্যমিকে মেয়ের মেধা তালিকায় নাম ওঠার খবরে খুশির হাওয়া শহরের কেন্দুয়াডিহির বাড়িতে। বরাবরই পড়াশুনায় 'ভালো' অন্বেষার অন্যতম ভালোলাগার বিষয় 'আবৃত্তি', ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায় বলে জানিয়েছেন। একই সঙ্গে তার এই সাফল্যের পিছনে বাবা, মায়ের পাশাপাশি স্কুল ও গৃহশিক্ষকদের যথেষ্ট অবদান রয়েছে বলে জানিয়েছে। অন্বেষার বাবা পরিক্ষীত চক্রবর্তী পেশায় স্কুল শিক্ষক। মা মিঠু চক্রবর্তীগৃহবধূ। তাঁরা দু'জনেই বেজায় খুশি মেয়ের এই সাফল্যে।