কাশ্মীরে আগেও পাক জঙ্গিরা হিন্দুদের মেরেছে! এবার বড় অভিযোগ করলেন প্রবাসী ভারতীয়
ভ্যানের ধাক্কায় গাড়ি পড়ে গেল কুয়োয়! মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২
ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ! ওষুধের সঙ্কটে বিপাকে পাকিস্তান
হেরে গেল জঙ্গিরা! নতুন করে পহেলগাঁওয়ে ভিড় জমাচ্ছেন পর্যটকরা
কীভাবে জঙ্গিরা কাশ্মীরে প্রবেশ করেছিল! গতি পেল NIA-র তদন্ত
ভারত-পাক সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে! নিরাপদ আশ্রয়ের জন্য বাঙ্কার পরিষ্কার শুরু করেছেন কাশ্মীরিরা
হামলার পরেও গুলমার্গে পর্যটকের সংখ্যা কেমন! কী বলছেন নিরাপত্তা রক্ষীরা
গুজরাট থেকে ব্যাপক পরিমাণে অবৈধ বাংলাদেশি শরণার্থী আটক! সংখ্যা জানলে আঁতকে উঠবেন
কাশ্মীরে পর্যটকরা না এলে জঙ্গিরা জিতে যাবে! জঙ্গি হামলার আবেগঘন মন্তব্য অভিনেতার

যাত্রাপালার অনুষ্ঠানে মারধর, এলাকায় চাঞ্চল্য

এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

author-image
Adrita
New Update
স

নিজস্ব সংবাদদাতা, অন্ডাল: অন্ডালের খান্দরায় চলছে যাত্রা পালার অনুষ্ঠান। সেই যাত্রাপালার প্রচার চলছিল এলাকার বিভিন্ন জায়গায়। এই প্রচারের গাড়ি যখন অন্ডালের সিদুলির ও রেলগেট এলাকায় পৌঁছায়, সেখানে কয়েকজন মদ্যপ ব্যক্তি অতর্কিত তাদের মারধর করে বলে অভিযোগ করেন যাত্রাপালার প্রচারে যাওয়া ব্যক্তিরা।

রবিবার দুপুর তিনটে নাগাদ অন্ডালের খান্দরার যাত্রাপালার প্রচারের জন্য একটি গাড়িতে কয়েকজন ব্যক্তি এলাকায় প্রচার করে বেড়া ছিলেন। প্রচার যাত্রাপালার প্রচারের গাড়িটি সিদুলির রেলগেটের সামনে পৌঁছাতেই কয়েকজন ব্যক্তি এসে তাদের পয়সা ছাড়াই টিকিট দেওয়ার জন্য জোর করে। প্রচারের গাড়িটিতে থাকা ব্যক্তিরা তাদের টিকিট দিতে অস্বীকার করায় তাদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।

যাত্রাপালার প্রচারের গাড়িতে থাকা শম্ভু বাউরী, শ্রীকান্ত ধীবর ও চন্দন বক্সীরা জানান হঠাৎ করে কয়েকজন মদ্যপ যুবক তাদের প্রচারের গাড়িতে এসে পয়সা ছাড়াই টিকিট দেওয়ার জন্য হুমকি দেয়। সেই নিয়েই তাদের সঙ্গে শুরু হয় বচসা, হঠাৎ সেই মত যুবকরা প্রচার গাড়িতে থাকা ব্যক্তিদের উপর ঝাঁপিয়ে পড়ে ব্যাপক মারধর করা হয় তাদের বলে অভিযোগ।

ঘটনায় যাত্রাপালার প্রচারের গাড়িতে থাকা তিনজন ব্যক্তি গুরুতর আহত হন মাথা ফাটে একজনের। ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার বনবাহাল ফাড়ির পুলিশ।