নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: নাবালিকার বিয়ে রুখলেন বিডিও। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা ৫/২ গ্রাম পঞ্চায়েতের চন্ডীয়া এলাকায়।
ওই এলাকায় এক নাবালিকার বিয়ে হচ্ছে সেই খবর আসে ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ীর কাছে। তৎক্ষনাৎ দেরী না করেই চাইল্ড ডিপার্টমেন্টকে জানিয়েই তিনি পুলিশ সহ টিম পাঠিয়ে দেন ওই নাবালিকার বাড়িতে। সমস্ত কিছু প্রায় প্রস্তুত ছিল। বিডিও সূত্রে, খবর পরিবারের লোকজন জোর করেই বিয়ে দিতে চেয়েছিল। ব্লক প্রশাসনের পক্ষ থেকে পরিবারের লোকজনদের সচেতন করা হয় যে মেয়ে প্রাপ্তবয়স্ক না হলে যেন তার বিয়ে দেওয়া না হয়। পরিবারের লোকজন প্রশাসনকে কথা দেয় প্রাপ্তবয়স না হলে তারা তাদের মেয়েকে বিয়ে দেবে না।