নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : রাজ্যজুড়ে ডেঙ্গির আতঙ্ক। ডেঙ্গি নিয়ে যেমন সচেতনতামূলক প্রচার চলছে তেমনই ঝোপঝাড় পরিষ্কারের কাজে নেমেছে প্রশাসন। সচেতনামূলক কাজে পিছিয়ে নেই ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লক প্রশাসন। সাঁকরাইলে দেখা মিলল এমনই এক ছবির। সাঁকরাইলের বিডিও রোহন ঘোষ নিজেই উদ্যোগ নিয়ে অফিস চত্বরের আগাছা পরিষ্কার করালেন। পাশাপাশি কীটনাশক স্প্রেও করলেন। প্রশাসন সূত্রে জানা যায়, সাঁকরাইল বিডিও অফিস ও বিডিও সাহেবের কোয়াটারের একদম পাশাপাশি। গোটা ব্লকে ঝোপ ঝাড় পরিষ্কার হলেও বিডিও অফিস চত্বর পরিষ্কার হয়নি। আজ সকাল থেকে তাই পরিষ্কারের কাজ শুরু হয়। এই বিষয়ের সাঁকরাইলের বিডিও রোহন ঘোষ বলেন, গোটা ব্লক জুড়েই সচেতনার কাজ চলছে। সমস্ত গ্রাম পঞ্চায়েতকে সতর্ক করা হয়েছে ঝোপ ঝাড় নিয়মিত পরিষ্কার পাশাপাশি স্প্রে করতে বলা হয়েছে।