দখলদারির ঝামেলা! রণক্ষেত্র ইংরেজবাজার

সন্ত্রাস যেন থামার নয়। পঞ্চায়েত নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততোই বাড়ছে ক্ষোভ-বিক্ষোভ। তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তাল ইংরেজ বাজার।

author-image
Pallabi Sanyal
New Update
ক্যানিংয়ে বোমাবাজি, উদ্ধার বন্দুক সহ ৬টি গুলি

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনে দলের তরফে টিকিট না মেলায় নির্দল হয়ে ভোটে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কর্মীদের একাংশ। এ নিয়ে জেলায় জেলায় অব্য়াহত উত্তেজনা-অশান্তি। দলের তরফে কড়া বার্তা দেওয়া হলেও নিজেদের সিদ্ধান্তে অনড় তারা। এবার তৃণমূল বনাম বিক্ষুব্ধ প্রার্থী যারা নির্দল হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে তাদের কোন্দলে ব্যাপক উত্তেজনা ছড়ালো ইংরেজবাজারের নঘড়িয়া এলাকায়। বুধবার রাত থেকে দফায় দফায় শুরু হয়েছে অশান্তি। এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ। ভাংচুর চালানো হয় একের পর এক বাড়িতে। অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। আতঙ্কের পরিবেশ। অব্যাহত সন্ত্রাস। মূলত এলাকার দখলদারি নিয়েই ঝামেলার সূত্রপাত দুই গোষ্ঠীর মধ্যে। 

tmc .jpg

তৃণমূলের অনেক পুরনো সৈনিক রয়েছে যারা নির্বাচনে টিকিট পায়নি। আবার নবজোয়ার শুরুর সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীদের কয়েকজনকেও টিকিট দেওয়া হয়নি বলে অভিযোগ জেলায় জেলায়। আমজনতার সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে  পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ে  ভোটাভুটির আয়োজন করেছিল তৃণমূল। কিন্তু মানুষের পছন্দের প্রার্থীও অনেক জায়গায় বদলে গিয়েছে বলে অশান্তি রেশ। দলের সিদ্ধান্তে খুশি নন অনেক কর্মীই। ফলে বাড়ছে কোন্দল। ভোটের মুখে ভাবমূর্তি নষ্ট হচ্ছে দলের। এক্ষেত্রে দল কোনো পদক্ষেপ করে কিনা সেটাই দেখার।