নিজস্ব সংবাদদাতা: প্রথম দিনেই ঘটে গেল ভয়ানক দুর্ঘটনা। বসিরহাটের ইটিন্ডা ঘাট এলাকায় কিসনা ইটভাটায় বিস্ফোরণ। ইটভাটার চুল্লিতে আজ ভোররাতে আচমকায় বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারায় ৪ জন শ্রমিক। আহত হয়েছেন আরও ৩ শ্রমিক। তবে তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। মৃতদের মধ্যে ২ জন উত্তরপ্রদেশের বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছেন, বেশ কিছুদিন বন্ধ থাকার পর, গতকাল ইটভাটায় কাজ শুরু হয়। ইটভাটার চিমনিতে আগুন দিতেই বিস্ফোরণ হয়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেড়শো ফুট উঁচু চিমনি। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান শ্রমিকরা। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
স্থানীয়দের অনুমান, রক্ষণাবেক্ষণের অভাবে গোটা চিমনিটাই গ্যাস সিলিন্ডারে পরিণত হয়েছিল। সেই কারণেই বিস্ফোরণ বলে দাবি স্থানীয়দের।