নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদের ডোমকলে মনোনয়নের সময় কোমরে আগ্নেয়াস্ত্র নিয়ে বিডিও অফিস পাহারা দেওয়ার অভিযোগে ধৃত সারাংপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি বাসির মোল্লা আপাতত জেল হেফাজতেই। আদালতে তাকে তোলা হলে ২৩ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। উল্লেখযোগ্যভাবে, এদিনও পুলিশ বাসিরকে নিজেদের হেফাজতে নেওয়ার কোনো আবেদনই জানায়নি। এর আগেও কোর্টে পেশ করার দিন পুলিশের তরফে কোনো আবেদন জানানো হয়নি। কেন? উঠছে প্রশ্ন। উল্লেখ্য গত শনিবার মনোনয়নকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ডোমকল। পরিস্থিতি ক্রমে অগ্নিগর্ভ হয়ে উঠলে আসরে নামে পুলিশ-সিভিক, নামে ব়্যাফও। প্রথমে আটক করা হলেও পরে গ্রেফতার করা হয় বাসির মোল্লাকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। মিলেছে ৪ রাউন্ড গুলি। ২৫ (১বি) অস্ত্র আইনে মামলা করা হয়েছে। মাত্র একটি ধারাতেই মামলায় হয়েছে। সে বিষয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।