Barrackpore Shootout: ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে গুলিকাণ্ডে গ্রেফতার ৩

ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে গুলিকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। ৩ জনকে গ্রেফতার করল ব্যারাকপুর থানার পুলিশ। বুধবার এক যুবককে গুলি করে পালায় ওই ৩ দুষ্কৃতী।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-01-23 at 16.26.03 (1)

নিজস্ব সংবাদদাতা: ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে গুলিকাণ্ডে (Barrackpore Shootout) ৩ জনকে গ্রেফতার করল ব্যারাকপুর থানার পুলিশ। বুধবার ভরদুপুরে মহম্মদ ইমদাদুল হক (২৭) নামের এক যুবককে গুলি করে পালায় ওই ৩ দুষ্কৃতী। 

উল্লেখ্য, ঘটনাস্থল থেকে ব্যারাকপুর কমিশনারেটের সদর দফতরের দূরত্ব ৫০০ মিটার। আশেপাশে রয়েছে কমিশনারেটের একাধিক আধিকারিকের অফিস। এমন গুরুত্বপূর্ণ জায়গায় দুষ্কৃতীরা এতটা বেপরোয়া হয়ে ওঠার সাহস পাচ্ছে কী করে? প্রশ্ন উঠছে নানা মহলে।