মকর সংক্রান্তির শুভক্ষণে উদ্বোধন হলো বড়াম পুজোর

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী অনুপ মাহাত, সর্বেশ্বর মহাপাত্র, গৌর সাধন দাস চক্রবর্তী সহ প্রমুখ।

author-image
Adrita
New Update
ফ

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ জঙ্গলমহলের ঐতিহ্যবাহী উৎসব মকর সংক্রান্তি। এই সময়ে জঙ্গলমহল জুড়ে পৌষ পার্বণ পালন করা হয়। ঝাড়গ্রামের বড়াম থানে পুজো দেন ভক্তরা। ভক্তদের বিশ্বাস এইখানে পূজো দিলে সকল মনস কামনা পূরণ হবে। তাই দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা। বহু যুগ ধরে ঝাড়গ্রামের সাঁকরাইলের জঙ্গলকুড়চি গ্রামে রয়েছে বড়াম থান। প্রতি বছরের মতো এ বছরও অনুষ্ঠিত হচ্ছে বড়াম মায়ের পুজো। আর সেই পুজোর ফিতে কেটে উদ্বোধন করলেন গোপীবল্লভপুরের বিধায়ক ডা: খগেন্দ্রনাথ মাহাত।

এই উদ্বোধন ঘিরে রীতিমত খুশি এলাকার বাসিন্দারা। এছাড়াও দুঃস্থ মানুষজনদের হাতে কম্বল সহ বস্ত্র তুলে দেওয়া হয় বিধায়ক সহ অথিতিরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃখগেন্দ্রনাথ মাহাত, পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা, পঞ্চায়েত সমিতির কৃষি, সেচ ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ মথুর মাহাত, পূর্ত কর্মাধ্যক্ষ শচীন ঘোষ, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মদন দাস, বিশিষ্ট সমাজ সেবী অনুপ মাহাত,  সর্বেশ্বর মহাপাত্র, গৌর সাধন দাস চক্রবর্তী সহ প্রমুখ।