সপ্তম বেতন কমিশনের ডিএ বৃদ্ধির আপডেট: সুখবর আসছে!
‘সেনাদের কৃতিত্ব, বলিদানকে শ্রদ্ধা জানাই’, সেনাদের পাশে দাঁড়িয়ে বললেন প্রতিরক্ষামন্ত্রী
পাকিস্তান ভুলতে পারবে না...ঘোষণা করে দিলেন রাজনাথ সিং!
BREAKING: জোশের সঙ্গে হুঁশ- সেনাদের মাঝে বলিষ্ঠ কণ্ঠে প্রতিরক্ষা মন্ত্রী!
শুধু ড্রোন বা মিসাইল নয়, তুরস্ক নিজেদের সেনাকেও পাঠিয়েছিল পাকিস্তানে; ভারতে আক্রমণ করতে
BREAKING: "জঙ্গিদের বোন'! কর্নেল সোফিয়া কুরেশিকে আক্রমণে মন্ত্রীকে ধমক দিল সুপ্রিম কোর্ট
BREAKING: আবার উত্তপ্ত উপত্যকা! আরো এক জঙ্গি শেষ
BREAKING: নিয়োগ দুর্নীতিতে প্রচুর টাকা তোলার অভিযোগ! প্রয়াত সেই তৃণমূল বিধায়ক
ধুলোর চাদরে ঢাকা উত্তর ভারত, বর্ষার আগে বিপজ্জনক লক্ষণ, সতর্কতা জারি!

প্রতিশ্রুতি রক্ষা করেনি অন্ডাল বিমানবন্দরের বিএপিএল কর্তৃপক্ষ, ক্ষুব্ধ জমিদাতারা

ক্ষুব্ধ জমিদাতারা।

author-image
Adrita
New Update
ম

নিজস্ব সংবাদদাতা, অন্ডাল: প্রতিশ্রুতি রক্ষা করেনি অন্ডাল বিমানবন্দরের বি এ পি এল কর্তৃপক্ষ। প্রতিশ্রুতি ভঙ্গের দায়েই শনিবার অন্ডাল বিমানবন্দরের নবনির্মিত একটি রাস্তার কাজ আটকে বিক্ষোভে সামিল হল জমি দাতারা। জমি দাতাদের দাবি, ' বি এ পি এল কর্তৃপক্ষ যে প্রতিশ্রুতি দিয়েছিল জমি অধিগ্রহণ করার সময় সেটা পালন করেনি কর্তৃপক্ষ। সে কারণেই আজকের এই আন্দোলন। ' যদিও এই ব্যাপারে বিএপিএল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই বিষয়ে দক্ষিণখন্ড মৌজার জমিদাতা আশিস পাল ও বিজন পালরা জানান, ' যেখানে মাননীয়া মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন জোর করে কারও জমি কেড়ে নেওয়া যাবে না। কিন্তু নিচু তলার প্রশাসনিক কর্তারা মুখ্যমন্ত্রীর আদেশকে অমান্য করেই একপ্রকার জোর করে জমির মালিকদের কাছ থেকে জমি কেড়ে নিচ্ছেন। ' আশীষ বাবু জানান, ' দক্ষিণখন্ড মৌজার প্রায় দশ বিঘা জমির এখনও পর্যন্ত ডিসপুট রয়েছে। যেখানে জমিদাতারা তাদের জমি দিতে নারাজ। অথচ কর্তৃপক্ষ জোরপূর্বক জমি ছিনিয়ে নেওয়ার কৌশল নিয়েছে।

তিনি আরও বলেন, '' যখন বিমানবন্দর এখানে তৈরি হচ্ছিল, তখন এলাকার জমিদাতারা বন্ধুত্বসুলভ আচরণ দেখিয়ে তাদের জমি বিমানবন্দর কর্তৃপক্ষকে দিয়েছিল। প্রায় ২৩০০ একর জমি দাতারা বিমানবন্দর কর্তৃপক্ষকে দেয়। জমি অধিগ্রহণ করার সময় বি এ পি এল কর্তৃপক্ষ জমিদাতাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন জমির বিনিময়ে জমি এবং পরিবারের একজন বেকার যুবককে ট্রেনিং দিয়ে তার চাকরি ও এলাকার উন্নয়ন করবেন। কিন্তু আজ এত বছরগুলো বছর পরও আশ্বাসই সার। কোন কথা রাখেনি বিএপিএল কর্তৃপক্ষ বলে দাবি করছেন জমি দাতাদের একাংশ। '

জানা গিয়েছে যে, বিপিএল কর্তৃপক্ষ অন্ডাল বিমানবন্দর থেকে বি এ পি এল কর্তৃপক্ষ অন্ডাল বিমান নগরী থেকে অন্ডাল উখড়ার প্রধান রাস্তা তামলা মোড় পর্যন্ত একটা রাস্তা নির্মাণের কাজ করছেন। নতুন যে রাস্তাটি তৈরি হচ্ছে তার আশেপাশের জমিগুলির জমি দাতারা এদিন রাস্তার কাজ আটকে বিক্ষোভে সামিল হল। তাদের দাবি বি এ পি এল এলাকার জমিদাতাদের দেওয়া  প্রতিশ্রুতি রক্ষা না করলে কোন মতেই রাস্তা তৈরীর কাজ করতে দেওয়া হবে না। এদিকে এলাকায় উত্তেজনা বাড়ায় নামানো হয়েছিল প্রচুর পুলিশ বাহিনী ও কমব্যাক্ট ফোর্স। তবে শেষ পর্যন্ত প্রশাসনিক কর্তাদের আশ্বাসে আগামী সোমবার জমিদাতাদের নিয়ে একটা বৈঠকের সিদ্ধান্ত হলে আশ্বাস মত এদিনের বিক্ষোভ তুলে নেন জমিদাতারা।