Kalbaisakhi: প্রাণ গেল ২ জনের!

বাঁকুড়ায় গাছ পড়ে মৃত ১, বজ্রাঘাতে মৃত্যু হল আরও একজনের।

author-image
Aniruddha Chakraborty
New Update
bnbv

নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়ায় গাছ পড়ে মৃত ১, বজ্রাঘাতে মৃত্যু হল আরও একজনের। জানা গিয়েছে, প্রবল ঝড় বৃষ্টির মধ্যে আম কুড়োতে গিয়েছিল এক কিশোরী। সেই সময় গাছ চাপা পড়ে মৃত্যু হয় তার। অন্যদিকে বাজ পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। বৃহস্পতিবার দিনভর প্রবল ভ্যাপসা গরমের পর বিকেল থেকে আকাশ কালো করে আসে। সন্ধ্যা নামার মুখে বাঁকুড়া জেলাজুড়ে ঝড় বৃষ্টি শুরু হয়। 

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রবল দুর্যোগের মাঝে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের মালিয়াড়া গ্রামের অদূরে আম কুড়োতে গিয়েছিল ১২ বছর বয়সী শিল্পা সিংহ। সেই সময় ঝড়ের দাপটে একটি গাছ ভেঙে পড়ে। এবং গাছের তলায় চাপা পড়ে যায় শিল্পা। পরে তাকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সময় বাজ পড়ে হীরবাঁধের বাঁন্দসা গ্রামে গুরুতর জখম হয় বছর ১২-এর বাদল বাউরি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হীরবাঁধ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।