গরমের মধ্যে বিশ্ব রেকর্ড! বাংলার জন্য মোটেও সুখবর নয়

এই বছর এপ্রিল থেকে জুন মাসে যাবতীয় পুরনো রেকর্ড ভেঙে দিতে পারে সূর্যের তেজ, এমনটা আগেই জানিয়েছিল মৌসম ভবন। এর মধ্যেই বিশ্বরেকর্ড করে ফেলল বাংলার জেলা বাঁকুড়া।

author-image
Anusmita Bhattacharya
New Update
summermamata

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: এই বছর এপ্রিল থেকে জুন মাসে যাবতীয় পুরনো রেকর্ড ভেঙে দিতে পারে সূর্যের তেজ (Summer), এমনটা আগেই জানিয়েছিল মৌসম ভবন। এর মধ্যেই বিশ্বরেকর্ড (World Record) করে ফেলল বাংলার জেলা বাঁকুড়া। গত ২৪ ঘণ্টার আবহাওয়ার নিরিখে বিশ্বের উষ্ণতম শহরের (Hottest City) তালিকায় সপ্তম স্থানে রয়েছে বাঁকুড়া (Bankura)। গত ২৪ ঘণ্টায় বাঁকুড়া শহরের সর্বোচ্চ তাপমাত্রা (Highest Temperature) ছিল ৪৪.১ ডিগ্রি। ৪৩.৯ ডিগ্রি সেলসিয়াস থেকে সোজা ৪৪.১ ডিগ্রি। গত বছরের তাপমাত্রাকে ছাপিয়ে গেলো বাঁকুড়া।