ধর্মের নামে হিংসার শিকার বাংলাদেশী হিন্দুরা : তীব্রা নিন্দা জানালো...কে?

"ধর্মের নামে হিংসা মেনে নেওয়া উচিত নয়"? কি নতুন অবস্থান নিলো দেশের পরিস্থিতির? জানুন.....

author-image
Debapriya Sarkar
New Update
Bangladesh

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন বিশিষ্ট ইতিহাসবিদ এস. ইরফান হাবিব। তিনি বলেছেন, "বাংলাদেশে যা কিছু ঘটছে, তা নিন্দনীয়। ধর্ম ও রাজনৈতিক মতাদর্শের নামে যে সহিংসতা এবং চরমপন্থা চলছে, তার তীব্র বিরোধিতা করা উচিত। আমি সবসময় সহিংসতার বিরুদ্ধে কথা বলেছি, এবং পাকিস্তানে সংখ্যালঘুদের বিরুদ্ধে হওয়া অত্যাচারের বিষয়েও আমার অবস্থান স্পষ্ট।"

Iskon

তিনি আরও বলেন, "ধর্মের নামে হিংসা বা ঘৃণা করা উচিত নয়, তা যে কোনো দেশ বা সমাজে ঘটুক। এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা করা উচিত, এবং এতে কোনো 'যদি' বা 'কিন্তু' নেই।"