বাংলাদেশি হিন্দু নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এবার রাস্তায় নামলো দুর্গা বাহিনী

সেখানে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Bangladesh

File Picture

নিজস্ব সংবাদদাতা: অভিনব প্রতিবাদের সোচ্চার হল দুর্গা বাহিনী। প্রতিবাদের সোচ্চার হয়ে মেয়েরা দেখিয়ে দিলেন তারাও পারেন। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর চলছে লাগাতার অত্যাচারের মতন ঘটনা। এবার মহিলারাও করলেন প্রতিবাদ। বাংলাদেশের ক্রমাগত হিন্দুদের উপরে ঘটে চলা অত্যাচার এবং নির্বিচারের প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের দুর্গা বাহিনীর পথে নামলেন। 

শিলিগুড়ির পানি ট্যাংকি মোড়ে রামকৃষ্ণ মাঠে জমায়েত হন বিশ্ব হিন্দু পরিষদের দুর্গা বাহিনীর মহিলারা। কয়েকশো মহিলা জমায়েত হন এদিন। একটি বিশাল র‍্যালির মধ্য দিয়ে তারা শিলিগুড়ির বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। এরপর শিলিগুড়ি মহাকুমা দপ্তরে পৌঁছান তারা। 

vyuphlj

সেখানে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। মূলত বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার এবং শিলিগুড়িতে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন এই ডেপুটেশন প্রদান করা হয়। দুর্গা বাহিনীর সদস্যরা জানান যতদিন মহিলাদের উপর অত্যাচার চলবে ততদিন তারা এভাবেই প্রতিবাদ জানিয়ে যাবেন। 

বিশ্ব হিন্দু পরিষদের মহিলারা হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচারের নানান বিবরণ তুলে ধরেন তাদের কথনের মাধ্যমে। ওপারে হিন্দুদের উপর অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে এই দাবি তুলে এদিন ডেপুটেশন প্রদান করেন তারা প্রশাসনের কাছে।

vtuyhyj