নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুরে বাংলাদেশের শাড়ির দোকানের স্টলে বিজ্ঞাপনের ফ্লেক্সে বাংলাদেশের জাতীয় পতাকার ছবি। বিতর্ক উস্কে দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই। যাকে ঘিরে তোলপাড় শহর দুর্গাপুর। যখন দেশ জুড়ে বাংলাদেশে সংখ্যা লঘু হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় দেশের সরকার মানুষ সবাই একজোট হয়েছে, তখন দুর্গাপুর উৎসবের স্টলে বাংলাদেশের শাড়ির দোকানের স্টল, যে স্টলের বিজ্ঞাপনি ফ্লেক্স এ জ্বলজল করছে বাংলাদেশের জাতীয় পতাকার ছবি। দ্বিতীয় বছরের দুর্গাপুর উৎসব শুরু হয়েছে রাজীব গান্ধী স্মারক ময়দানে, যে মাঠে স্টল হয়েছে বাংলাদেশের শাড়ির দোকান, দোকান মালিকের দাবি তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে এই মেলাতে এসেছেন।
দুর্গাপুর উৎসব কমিটির সদস্য প্রবীর ঘোষালের দাবি, তারা এই ঘটনার খবর জানা মাত্রই স্টল থেকে বাংলাদেশের পতাকার বিজ্ঞাপনের ফ্লেক্স সরিয়ে দিতে বলেছি। এই ঘটনায় এবার রাজনৈতিক তরজা শুরু হয়েছে, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইয়ের অভিযোগ, '' এ লজ্জা কার ?কেন এই ধরণের কাজ একটা মেলা কমিটি অনুমোদন দিয়ে বসলো? যদি প্রশাসন উৎসব কমিটি ব্যবস্থা না নেয় তাহলে বিজেপি ধারাবাহিক আন্দোলন শুরু করবেন। '' বিজেপিকে এক হাত নিয়ে নোংরা রাজনীতি করা ছাড়া বিজেপির আর কোনো কাজ নেই পাল্টা প্রতিক্রিয়া জেলা তৃণমূল সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়। গত শুক্রবার থেকে দুর্গাপুর রাজীব গান্ধী ময়দানে দুর্গাপুর উৎসব শুরু হয়েছে, উৎসব চলবে ১৭ তারিখ পর্যন্ত। ইতিমধ্যে দুর্গাপুর উৎসব কমিটি এই বাংলাদেশি শাড়ির দোকানটিকে উঠে যেতে বলে।