বাংলাদেশের অশান্তির জের, বন্ধ হয়ে গেল সীমান্তের বহু চর্চিত মিলন মেলা

তার নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন চলছে দুই দেশে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
zikolk

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের অশান্তির প্রভাব পড়ল এবার মিলন মেলার উপর। হিন্দু মুসলিমদের মিলন হল না আর। বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে চাপ বাড়ছে সে দেশে সংখ্যালঘুদের উপর। বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে উত্তর দিনাজপুরের হেমতাবাদের চইনগর সীমান্তের মাকরহাটে এবার হচ্ছে না মিলনমেলা। 

প্রসঙ্গত চিন্ময় কৃষ্ণদাস প্রভুর গ্রেপ্তারির পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। তার নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন চলছে দুই দেশে। এর মাঝে কোথাও ভারতের জাতীয় পতাকাকে অপমান আবার কোথাও হিন্দুদের উপর চলছে নিপীড়ন। ইতিমধ্যে বিএসএফ উত্তর দিনাজপুর জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসন পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা জোড় কদমে তদারকী শুরু করেছে। 

zikolk

কোনভাবেই যাতে অবৈধভাবে ওদেশ থেকে এদেশে কেউ প্রবেশ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। প্রশাসনের উদ্যোগে এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে। কাঁটাতার সংলগ্ন এলাকায় কালকেই থাকতে দেওয়া হচ্ছে না। প্রতিবছর ডিসেম্বরে প্রথম সপ্তাহে হেমতাবাদের ১ গ্রাম পঞ্চায়েতে হয় বিরাট মেলা! দুই দেশের বহু মানুষ এসে শামিল হন এই মেলায়! এতদিন স্বাভাবিকভাবেই হয়েছে এই মেলা কিন্তু এবারে পরিস্থিতি বদলে গিয়েছে! 

বাংলাদেশের শতাব্দী প্রাচীন কালীপুজোকে কেন্দ্র করে হয় এই মেলা! গত প্রায় ৫ দশক ধরে এই মেলা চললেও এই অশান্ত পরিস্থিতিতে মেলা নিষিদ্ধ করা হয়েছে! মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে দুই পারের মানুষকে! পুরোপুরি বন্ধ রয়েছে মিলন মেলা! মেলার কয়েকদিন টহল দেবে হেমতাবাদ থানার পুলিশ! কোনভাবেই যাতে অশান্তি না হয় সীমান্তে সেদিকে পূর্ণ নজর রাখা হবে। 

zguok