বাংলা: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চতুর্দশ স্থান অধিকারীর বাবাকে খুন, আগে দয়া করে পরিবারের সঙ্গে ফোনে একটু কথা বলার অনুমতি- শোরগোল ফেলে দেওয়া অভিযোগ শাজাহানের বিরুদ্ধে

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চতুর্দশ স্থান অধিকারীর বাবাকে খুন করার অভিযোগ আনা হল শাজাহানের বিরুদ্ধে। শোরগোল ফেলে দেওয়া অভিযোগ আনলেন তথাগত রায়।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাজাহানের বিরুদ্ধে শোরগোল ফেলে দেওয়া অভিযোগ আনলেন তথাগত রায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চতুর্দশ স্থান অধিকারীর বাবাকে শাজাহান খুন করেছিল বলে অভিযোগ এনেছেন তথাগত বাবু। তিনি জানিয়েছেন, খুনের আগে দয়া করে একটু পরিবারের সঙ্গে ফোনে কথা বলার অনুমতি দেওয়া হয়েছিল।

x tathagata roy sad face

তিনি ট্যুইট করে বলেছেন, "গতকাল একটা বিতর্ক সভায় গিয়েছিলাম। সেখানে দেখা হল সন্দেশখালির প্রতীক মন্ডল আর তার মা পদ্মা মন্ডলের সঙ্গে। প্রতীক এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চতুর্দশ স্থান অধিকার করেছে। ওর বাবাকে, মাননীয়ার কথায়, যিনি ‘মানুষের জন্য কাজ করেন’ সেই সমাজসেবী শাজাহান সাহেব হত্যা করেছিলেন। তার আগে দয়া করে পরিবারের সঙ্গে ফোনে একটু কথা বলার অনুমতি দিয়েছিলেন! ভাবতে পারেন?" তথাগত রায়ের এই অভিযোগকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে। 

 

Add 1

tathagata roy tweets | Mamata Banerjee | West Bengal | Sheikh Shahjahan  . . . . . . . . ..  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ..  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .. .  ..  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ..  . . . . . . . . . . . . . . . . . . .