মেদিনীপুরে শহরে অনুষ্ঠিত হল ' বাংলা মোদের গর্ব '

সূচনা হল মেলার।

author-image
Adrita
New Update
া

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় মেদিনীপুর শহরের বার্জটাউন মাঠে অনুষ্ঠিত হলো বাংলা মোদের গর্ব। শুক্রবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ সূচনা হয়।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বাংলা মোদের গর্ব অনুষ্ঠানের শুভ সূচনা হলো মেদিনীপুরে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া, জেলাশাসক ড: খুরশেদ আলী কাদরী, মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, পরিষদের সভাধিপতি প্রতিভা রানি মাইতিসহ সরকারি আধিকারিকগণ। বাংলা মোদের গর্ব একটি প্রদর্শনী মেলা।

জানা গিয়েছে যে, এই প্রদর্শনী চলবে তিন দিন ধরে, ৬-৭ এবং ৮ই ডিসেম্বর। উক্ত প্রদর্শনীতে থাকছে রাজ্য সরকারের উন্নয়নমুখী প্রকল্পের স্টল। আনন্দধারা থেকে শুরু করে পৌরসভার উন্নয়ন, থাকছে সরকারি হোমেরও স্টল।

পাশাপাশি স্ব সহায়ক দল পরিচালিত বিভিন্ন হাতের কাজেরও স্টল রাখা হয়েছে বাংলা মোদের গর্ব প্রদর্শনীতে।