আজও হালকা বৃষ্টিতে ভিজতে পারে বঙ্গ, সঙ্গে ছাতা আছে তো ?

কেমন থাকবে আজকে সারাদিনের তাপমাত্রা ?

author-image
Adrita
New Update
Kolkata rain

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আজ  ২৭ শে ডিসেম্বর, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রী সেলসিয়াস এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রী সেলসিয়াস। পশ্চিমী  ঝঞ্ঝার কারণে, বঙ্গে শীতের পরিমাণ একটু কমেছে। 

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে যে, আজ বঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়াও, আকাশ সারাদিন মেঘাছন্ন থাকবে বলেও জানা গিয়েছে। এছাড়াও, উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। জানা গিয়েছে যে, পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ছে রাজ্যে। এই আবহে কখনও বৃষ্টি কখনও আবার তাপমাত্রা ওঠা-নামা করবে বঙ্গে।  এই আবহে বছর শেষে কলকাতা এবং দক্ষিণবঙ্গে শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম। কলকাতায় অবশ্য এর মধ্যে পারদ ১৪ ডিগ্রির ঘরে নামতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

Rainfall

আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন যে, আজকে বাতাসে গতিবেগের পরিমাণ আছে প্রতি ঘণ্টায় ১০ কিলোমিটার। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ৬৫ শতাংশ। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ১৪ ডিগ্রী সেলসিয়াস। এছাড়াও, আজ সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ আছে ১০২০.৭ মেগাবাইট। আজ বাতাসে দৃশ্যমানতার পরিমাণ হল ১.৫৯  কিলোমিটার। এছাড়াও, আজ সূর্যের অতিবেগুনি রশ্মির পরিমাণ আছে কম। আজকে বাতাসে বায়ুর সূচকের মাত্রা দাঁঁড়িয়েছে ৩১২ , অর্থাৎ আজ বায়ুতে দূষণের মাত্রা তীব্রতর হয়েছে। কলকাতার আবহাওয়া সম্পর্কে আরও জানতে ক্লিক করুন।

Kolkata