ঘূণিঝড়ের কোপে পর্যটকরা, দিঘায় সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি
ঘৃর্ণিঝড়ের জেরে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের এই জেলাগুলোয় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার জেলা প্রশাসন দিঘায় সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করেছে।
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ ঘনীভূত হয়ে এইমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়় মিধিলি ক্রমেই উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এরই প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলা উপকূল দিঘা, রামনগর, কাঁথি সহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যে সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। এই মুহূর্তে পর্যটন শহর দিঘায় কখনও মেঘলা আবার কখনও বা কড়া রোদ দেখা দিচ্ছে। পর্যটকদের স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে বৃহস্পতিবার যেভাবে ঘন কালো মেঘ দেখা গিয়েছিল, শুক্রবার কিছুটা হলেও আকাশ পরিষ্কার রয়েছে। তবে মাঝে মাঝে ঘন কালো মেঘে আকাশ ঢেকে যাচ্ছে।