Big Breaking : দিল্লিতে পেট্রোল ও ডিজেল চালিত গাড়িতে কড়া নিষেধাজ্ঞা জারি!

দিল্লিতে ১৫ নভেম্বর থেকে GRAP পর্যায় III অনুযায়ী BS-III পেট্রোল ও BS-IV ডিজেল গাড়ির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

author-image
Debapriya Sarkar
New Update
air pollution .jpg

নিজস্ব সংবাদদাতা : ১৫ নভেম্বর থেকে রাজধানী দিল্লিতে তীব্র বাতাসের কারণে শ্বাসরোধকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP) এর পর্যায় III কার্যকর হয়েছে। এর আওতায়, জাতীয় রাজধানী অঞ্চলে (NCR) BS-III পেট্রোল এবং BS-IV ডিজেল চালিত চার চাকার গাড়ির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Air pollution

নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার ফলে, এই ধরনের গাড়ি চলাচল করতে পারবে না, যা দিল্লির দূষণ পরিস্থিতি মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্তটি পরিবেশের উন্নতি এবং নাগরিকদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে নেওয়া হয়েছে।