হড়পার জলে ভেঙে পড়লো বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা

ভেঙ্গে গেল সাঁকো।

author-image
Adrita
New Update
w

নিজস্ব সংবাদদাতা, ঘাটালঃ হড়পা জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেসে গেল ঝুমি নদীর উপর তৈরি বাঁশের সাঁকো। ঘাটালের ঝুমি নদীর বালিডাঙ্গা কোমরা বাঁশের সাঁকোটি আজ হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙ্গে যায়। যার জেরে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ।

সূত্র মারফত জানা গিয়েছে যে, প্রতিদিন পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার হাজার হাজার মানুষ যাতায়াত করে এই বাঁশের সাঁকো দিয়ে। অন্যান্য পোল ও সাঁকোগুলিও ভেঙে যাওযার আশঙ্কা করেছেন বাসিন্দারা।

আরও জানা গিয়েছে যে, এই নদীর উপর মোট ৭ টি বাঁশের সাঁকো রয়েছে। বর্তমানে বাঁশের সাঁকো ভেঙে যাওয়াই দুই জেলার মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। 

Adddd