অবাধে লুট, ভাঙচুর! সভায় উপস্থিত অভিষেক! ব্যাপক বিশৃঙ্খলা

রাজ্যে গতকাল থেকে শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি। প্রথম দিনেই ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে ব্যালট লুটকে কেন্দ্র করে। একদিনে দুইবার হয়েছে ব্যালট লুট।

author-image
Anusmita Bhattacharya
New Update
abhishek.jpg

নিজস্ব সংবাদদাতা: কোচবিহারে কাল পরপর দুইবার ব্যালট লুট (Ballot Loot) হয়েছে। মাথাভাঙার টেন্টে বুথ (Tent Booth) অধিবেশনে সভার শেষে ৭৫টি আলাদা তাঁবুতে ৭৫টি পঞ্চায়েত এলাকার জন্য প্রার্থী বাছাইয়ের কাজ চলছিল। প্রার্থী বাছাইয়ের জন্য কড়া নিরাপত্তারও বন্দোবস্ত করা হয়। কিন্তু সেই নিরাপত্তা উপেক্ষা করেই চরম বিশৃঙ্খলা (Chaos) দেখা যায়। জানা গিয়েছে, পচাগড়, শিকারপুর এবং ভোটবাড়ি, চ্যাংড়ানান্দা, গিতালদহ ১ এলাকায় প্রার্থী নির্বাচন ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে দলীয় কর্মীদের মধ্যে হয়ে যায় হাতাহাতি। একাধিক তাঁবুতে ব্যালট লুট হয়, কোথাও ব্যালট বাক্স (Ballot Box) ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তখনও ওই শিবিরেই উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এর আগে সিতাইয়ের সভা শেষ করে অভিষেক বেরোতেই ব্যালট পেপার নিয়ে কাড়াকাড়ি, মারামারি হয়েছে গোসানিমারির সভায়।