নিজস্ব সংবাদদাতা : রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠ থেকে শুরু করে ব্যালট জলাশয়ে ফেলে দেওয়া, ব্যালট পেপার চিবিয়ে খাওয়া সহ ব্যালট নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠেছে। রাজ্য নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে নালিশ। ভোট পর্ব মিটে গেলেও যেন যত্র তত্র পড়ে রয়েছে ব্যালট। নদিয়ার কৃষ্ণগঞ্জে মাথাভাঙা নদীর ধারে পড়ে রয়েছে ব্যালট! সেই ব্যালটের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক শোরগোল বাধে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বিজেপি কর্মীরা। কীভাবে ভোটের পরে নদীর পাড়ে এল ওই ব্যালট তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয়রা। ব্যালটে বিজেপির পঞ্চায়েত সমিতির মেম্বারের ভোট রয়েছে, রয়েছে সিপিএম পঞ্চায়েত ক্যান্ডিটেড ভোট, রয়েছে বিজেপির গ্রামের পঞ্চায়েতের ভোট । গোটা ঘটনায় অভিযুক্ত তৃণমূল।