বাগডোগরা বিমানবন্দরের নাম বদলাচ্ছে, কি নাম হচ্ছেন জানেন?

পর্যটন ব্যবসায়ী থেকে পর্যটকরা পর্যন্ত চাইছেন নাম পরিবর্তন হোক বাগডোগরার।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Airport

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাগডোগরা বিমানবন্দরের নামকরণ নিয়ে ইতি মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও তেনজিং নোরগের নাম উঠে এসেছে নানা জানের কাছ থেকে। কেননা নতুনরূপে সজ্জিত হোক বাগডোগরা বিমানবন্দর, তা চান অনেকেই। আন্তর্জাতিক তকমা পাক এই বিমানবন্দর।

তাই তার নামেও আসতে চলেছে বৈচিত্র্য। বণিক সভা সিআইআই নামকরণের ব্যাপারে বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাবেন বলে জানা গিয়েছে ইতিমধ্যেই। পর্যটন ব্যবসায়ী থেকে পর্যটকরা পর্যন্ত চাইছেন নাম পরিবর্তন হোক বাগডোগরার। আঞ্চলিক নাম বাগডোগরা থেকে অব্যাহতি দেওয়া প্রয়োজন এই বিমানবন্দরকে, দাবি বিশেষজ্ঞ মহলের।

airporte1.jpg

আর এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক নাম। এবার ভূমি পুত্র তথা রাজবংশী সম্প্রদায়ের অন‍্যতম নাম শুক্রধর রায় ওরফে চিলা রায়ের নাম যুক্ত হল। এই প্রসঙ্গে তরাই রাজবংশী চেতনা মঞ্চের সকল সদস‍্যরা শিলিগুড়ি জার্নালিষ্ট ক্লাবের কক্ষে এক সাংবাদিক সন্মেলনে মিলিত হয়ে এ বিষয় বিস্তারিত জানান।

সংগঠনের আহ্বায়ক রাজেন বর্মণ চিলা রায়ের আদর্শ তুলে ধরে জানান, চিলা রায় শুধু রাজবংশী সম্প্রদায়ের আবেগ নয়, তিনি ছিলেন ভূমি পুত্র এবং বিশ্ব মহাবীর সেনাপতি। 
তেনজিং ও রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরো জানান, চিলা রায় বিশ্ব মহাবীর তার নামে কোন কিছু নেই। এবং এর জন‍্য এই মুহুর্ত থেকে তাদের পথে নামা শুরু, সাংসদ থেকে রাজ‍্য সরকার সর্বত্র চিঠি চাপাটির কাজ তাঁরা শুরু করে দিয়েছেন।

india airport.jpg