নিজস্ব সংবাদদাতা: বীরভূমের শান্তিনিকেতনের প্রান্তিক স্টেশনের কাছে গাঁজা সহ তিনজনকে গ্রেফতার করল শান্তিনিকেতন থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, উড়িষ্যার ভদ্রক থেকে গাঁজা নিয়ে শান্তিনিকেতনে সাপ্লাই করতেন তিন মহিলা। তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ এলাকায় হানা দেয়।
শান্তিনিকেতনের প্রান্তিক স্টেশনের পাশ থেকে হাতেনাতে তিন মহিলা সহ ১৩ কিলো গাঁজা উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে ছিলেন বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল, বোলপুরের সিআই, শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায়, অন্যান্য পুলিশকর্মীরা।
বোলপুর ও শান্তিনিকেতন এলাকায় অবৈধ নেশার কারবার রুখতে তৎপরতার সাথে বেশ কয়েকদিন ধরে অভিযান চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের আগামীকাল বোলপুর মহকুমা আদালতে তোলা হবে।