নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর স্টেশনের ৫ নং প্ল্যাটফর্মে বাঘাযতীন এক্সপ্রেস থেকে বস্তা ভর্তি কচ্ছপ উদ্ধার করলো খড়গপুর জি আর পি। শনিবার সকালে এক ব্যক্তিকে দেখেই সন্দেহ হয় কর্তব্যরত রেল পুলিশের। এরপরই ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তারপর বস্তা খুলতেই চক্ষু চড়কগাছ। উদ্ধার হয় ৩০টি কচ্ছপ। তারপর ওই ব্যক্তিকে গ্রেফতার করে খড়গপুর জিআরপি। বাজেয়াপ্ত করা হয় কচ্ছপগুলি।
রেল পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম বিমল শিট। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা এলাকায়। তাকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। খড়গপুর জি আর পি থানার ওসি প্রশান্ত কির্তনীয়া জানান, "আমরা গোপন সূত্রে খবর পাই যে বাঘাযতীন এক্সপ্রেসে কিছু একটা পাচার হচ্ছে। ট্রেন থামতেই ওই ব্যক্তিকে সন্দেহ হয়। তারপরই জিজ্ঞাসাবাদে অসঙ্গতি পাওয়ার পরেই বস্তায় তল্লাশি করতেই কচ্ছপগুলি উদ্ধার করা হয়। তারপরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে তোলা হয়।পাশাপাশি কচ্ছপগুলিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়"।