বেহাল রাস্তা কেশপুরের আকমুড়ায়, বিপাকে সাধারণ মানুষ

বাম আমলে তৈরি হলেও বর্তমান সরকারের আমলেও কোনও মেরামত করা হয়নি। যার ফলে গ্রামের মানুষদের যাতায়াতের খুবই অসুবিধে। বারবার প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হয়নি।

author-image
Tamalika Chakraborty
New Update
bad road.jpg

নিজস্ব সংবাদদাতা:  দীর্ঘ কুড়ি বছর ধরে রাস্তার বেহাল অবস্থা! নজর নেই প্রশাসনের। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের ২ নম্বর অঞ্চলের আকমুড়া গ্রামে। আকমুড়ার ভূইয়াপাড়া থেকে জানা পাড়া যাওয়ার দীর্ঘ দেড় কিলোমিটার মাটির রাস্তাটির একেবারে বেহাল দশা। বাম আমলে তৈরি হলেও বর্তমান সরকারের আমলেও কোনও মেরামত করা হয়নি। যার ফলে গ্রামের মানুষদের যাতায়াতের খুবই অসুবিধে। বারবার প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হয়নি। কার্যত দিশেহারা হয়েছেন গ্রামের সাধারণ মানুষরা। তাদের আর্জি অতি দ্রুত রাস্তাটি সারিয়ে দিলে চলাচলের পক্ষে খুবই সুবিধা হবে। বিজেপির কেশপুর ১ মণ্ডলের নেতৃত্ব রাম পাত্র জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার যে টাকা পাঠাচ্ছে তাতে রাজ্য সরকার কাজ না করে তৃণমূলের নেতারা নিজেদের পকেট ভরাচ্ছে। আগামী দিনে রাস্তা গুলি যদি সারিয়ে না দেয়, তাহলে মানুষ যোগ্য জবাব দিয়ে দেবে। অন্যদিকে কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গরাই জানান, ইতিমধ্যেই রাস্তা গুলি এই আর্থিক বছরের স্কিমে পাঠানো হয়েছে খুব শীঘ্রই ঢালাই হয়ে যাবে।