সুরাপ্রেমীদের মাথায় হাত, মদের দামও এবার আকাশছোঁয়া! বিরাট পদক্ষেপ সরকারের

আগামী মাসের মাঝামাঝি সময় থেকেই রাজ্যে মদের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

author-image
Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
alcohol hj.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গে দিন দিন প্রতিনিয়ত বেড়ে চলেছে জিনিসপত্রের দাম। আলু, পেঁয়াজ থেকে শুরু করে বাড়ছে শাক সবজির দাম। তবে এবার বাড়তে পারে মদের দামও। আগামী মাসের মাঝামাঝি সময় থেকেই রাজ্যে মদের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

alcohol hj1.jpg

প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই তৃতীয়বার মোদী সরকারের অধীনে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে। আর এই বাজেট পেশের পরেই রাজ্যে মদের মূল্য বৃদ্ধি ঘটতে চলেছে। জানা গিয়েছে, আবগারি দফতরকে মদের ওপর শুল্ক বাড়ানোর অনুমোদন দিয়েছে রাজ্যের অর্থ দফতর।

দেশে বিদেশি মদের দাম বেড়ে যেতে পারে ১০০ টাকা পর্যন্ত। তবে শুধু বিদেশি মদ নয়, এর সাথে বেশ খানিকটা বিয়ারের দামও বাড়বে বলে মনে করা হচ্ছেজানা গিয়েছে, ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বাড়বে বিয়ারের দাম।

mamata sadq1.jpg

পশ্চিমবঙ্গে গত অর্থবর্ষে মদ বিক্রি করে রেকর্ড আয় করেছিল রাজ্য সরকার। গত বছর মদ বিক্রি করে প্রায় ১৯ হাজার কোটি টাকা আয় করেছিল রাজ্য সরকার। চলতি অর্থবর্ষে রাজ্য সরকারের মদ বিক্রির মাধ্যমের আয়ের পরিমাণ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।