'বাবলু গাড়ি চালাচ্ছিল, আমরা খুব শীঘ্রই ধরে নেব', বললেন এসিপি

পরিবারের সদস্যদের কাছ থেকে একাধিক তথ্য জেনে তা নথিভুক্তও করতে দেখা যায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
nyb0svMv91k4WJWvycfm-ezgif.com-resize

File Picture

নিজস্ব সংবাদদাতা: পানাগড়ের রহস্যজনক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ইভেন্ট ম্যানেজার যুবতীর। অকথ্য ভাষায় কটুক্তি এবং ধাওয়া করা হয়েছিল বলে অভিযোগ তুলেছিল মৃত যুবতীর সহকর্মীরা এবং পরিবারের লোকজন। যদিও ইভটিজিং এর তত্ত্ব একেবারেই উড়িয়ে দিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল চৌধুরী বলেছিলেন দুটি গাড়ি রেষারেষিতে এই ঘটনা। 

কিন্তু মঙ্গলবার সকাল থেকেই দেখা গেল এই ঘটনার তদন্তে নেমেছে সিআইডি। বাবলু যাদব নামের আরেকটি গাড়ির মালিকের নাম উঠে এসেছিল সেই ঘটনায়। তার বাড়ি পানাগড়ের কাওয়ারিপট্টিতে। এই ঘটনার পর থেকেই বাবলু যাদব বেপাত্তা রয়েছে। 

ndrtgfbjl

মঙ্গলবার দুপুরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি কাঁকসা সুমন কুমার জয়সওয়াল কাঁকসা থানার পুলিশকে সঙ্গে নিয়ে বাবলু যাদবের বাড়িতে পৌঁছায়। পরিবারের সদস্যদের কাছ থেকে একাধিক তথ্য জেনে তা নথিভুক্তও করতে দেখা যায়। তারপরেই এসিপি সুমন কুমার জয়সওয়াল বলেন, “গাড়িটি বাবলু চালাচ্ছিল। আমরা খুব শীঘ্রই তাকে ধরে ফেলব”।

ngyuiuip

আপাতত সমস্ত ঘটনা খতিয়ে খতিয়ে তদন্ত করে দেখছে পুলিশ।