নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ আবাস যোজনার সার্ভে চলছে। সময়ও বেশ কম। জানা গিয়েছে এলাকায় চারচাকা গাড়ি নিয়ে সার্ভেতে সময় লাগবে। তাই হেলমেট পরে স্কুটি নিয়েই সুপার ভিজিটে বেরোলেন জয়েন্ট বিডিও দেবাশীস বিশ্বাস।
সূত্র মারফত জানা গিয়েছে যে, বাইকে করে ডেবরা ব্লকের ২ নং ভরতপুর গ্রাম পঞ্চায়েতের ৫০ টির বেশী বাড়িতে সার্ভে করেছেন দেবাশীস বিশ্বাস। যার মধ্যে বেশীর ভাগ বাড়ি আদিবাসী সম্প্রদায় ভুক্ত ছিল। এ ক্ষেত্রে উল্লেখ্য যে, ডেবরা ব্লকের আবাস যোজনায় প্রায় ২০ হাজার বাড়ি তৈরির নাম সার্ভের জন্য এসেছে। যা আগামী ৫ই ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, ডেবরা ব্লকে প্রায় ৪৭ টি টিম কাজ করছে। আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত স্কুটিতে করেই সুপার ভিজিট করলেন জয়েন্ট বিডিও দেবাশীষ বিশ্বাস।