নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : রাজ্য জুড়ে মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ ক্রমাগত উর্ধ্বমুখী। তার সঙ্গে পাল্লা দিয়ে গত জুলাই মাস থেকে কমবেশি গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে।তাই ব্লকের প্রতিটি গ্রামে ডেঙ্গুর বাহক মশা ও তার লার্ভা দমনে পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে বিশেষ কর্মশালা হল গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক প্রশাসনের অডিটোরিয়াম হলে। শুক্রবার ঝাড়গ্ৰাম জেলার জেলাশাসক সুনীল আগরওয়াল সহ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিক ডাঃ ভুবন হাঁসদা এবং ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র সহ জেলা ও ব্লক প্রশাসনের একাধিক আধিকারিক এর উপস্থিতিতে হয় এই কর্মশালা। কর্মশালায় গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সমস্ত অঞ্চলের ভিআরপি,আশা কর্মী মিলিয়ে মোট ২০০ জনকে এদিন প্রশিক্ষণ দেওয়া হয়। শিবিরে জেলাশাসক থেকে শুরু করে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ব্লকের সাতটি অঞ্চলে ম্যালেরিয়া ও ডেঙ্গুর বাহক মশা দমনে কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেই বিষয়ে আলোকপাত করেন। পাশাপাশি মশার লার্ভা দমনে এদিন ভিআরপি কর্মীদের হাতে স্প্রে মেশিন এবং মশা মারার কীটনাশক তুলে দেওয়া হয়।