নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ ডেবরায় মাদকদ্রব্য বর্জন ও বাল্যবিবাহ রোধে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার। এ ক্ষেত্রে উল্লেখ্য যে, কদিন আগেই ডেবরায় চোলাই তৈরীর সরঞ্জামের গন্ধে মৃত্যু হয়েছিল তিন জনের।।সচেতনতায় জেলার পুলিশ সুপারসহ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
কদিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের চকরাধাবল্লভপুর এলাকায় বাথরুমের চেম্বারে চোলাই মদ তৈরির সরঞ্জামের দূর্গন্ধে তিন জনের মৃত্যু হয়েছিল। অসুস্থও হয়েছিল বেশ কয়েকজন। আর আজ সেই এলাকাতে প্রায় দুই হাজার মহিলা,স্কুল কলেজ পড়ুয়া ও ক্লাব সংগঠন গুলিকে নিয়ে র্যালির মাধ্যমে মানুষকে সচেতন করা হলো।
মাদকদ্রব্য বর্জন,বাল্য বিবাহ রোধ নিয়েই মূলত এই সচেতনতা শিবির। যেখানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার, খড়্গপুরের মহকুমাশাসক পাতিল যোগেশ অশোক রাও, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের নারী শিশু কল্যান দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তি টুডুসহ অনান্যরা।
অনুষ্ঠান শেষে পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান, ' আমরা এই নিয়ে মানুষজনকে সচেতন করছি। অভিযানও চলবে। কিন্তু মানুষককে সবার আগে সচেতন হতে হবে। ডেবরায় এই ধরনের ঘটনায় যা যা পদক্ষেপ নেওয়ার আমরা নিয়েছি। '