নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ভোট প্রয়োগের অধিকার ও সেই সঙ্গে কত বছর বয়স থেকে ভোটের কার্ড করা যায় তা নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ ব্লক প্রশাসনের উদ্যোগে।
/anm-bengali/media/media_files/2025/03/18/qhbJjaXdNHqVyJVJLLUU.jpeg)
জানা যায়, আজ ১৮ই মার্চ দাসপুর ২ ব্লক অফিসে এই সচেতনতা শিবিরটি স্কুল পড়ুয়াদের নিয়ে করা হল। সেখানে অংশ নিলেন দাসপুর ২ সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রবীর কুমার সিট, পঞ্চায়েত সমিতির সভাপতি শিখা দোলই, সহ-সভাপতি অলক রঞ্জনভুক্তা, দুই যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সায়ন মজুমদার, বনমালী হালদার সহ ব্লক প্রশাসনের আরো অন্যান্য আধিকারিকরা। এদিন এই বিষয়ে স্কুল পড়ুয়াদের সামনে বক্তব্যের মাধ্যমে সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান যে ১৮ বছর বয়স হলেই অনলাইনের মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলা যায়। সেই সঙ্গে এই প্রক্রিয়া বছরে চারবার করা যেতে পারে। তিনি আরো জানান যে পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি প্রিয়জনদের সাথে তাদের ভোটাধিকার নিয়ে আলোচনা করা উচিত। সচেতনতা শিবিরের শেষে স্কুল পড়ুয়াদেরকে নিয়ে একটি শপথ বাক্য পাঠ করানো হয় যেখানে বাল্যবিবাহ একেবারে কিভাবে নির্মূল করা যায় তা নিয়েও তিনি আলোচনা করেন।