নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ সাইবার জালিয়াতি রুখতে এবং 'হানি ট্র্যাপ'-এর মতো প্রতারণার ফাঁদ এড়াতে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো এক বিশেষ সচেতনতা শিবির। আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সহযোগিতায় এই কর্মশালাটি আয়োজিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায়, আসানসোল সাইবার থানার আধিকারিক চন্দন মিশ্র, নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম এবং চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান দিলীপ কুমার পাশওয়ানসহ বিশিষ্ট ব্যক্তিত্বরা।
কর্মশালায় তুলে ধরা হয়, কীভাবে ভিন রাজ্যের প্রতারক চক্র বিশেষত রাজস্থানের একটি গ্রুপ 'হানি ট্র্যাপ'-এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এই চক্র সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পপতিদেরও তাদের ফাঁদে ফেলছে। আসানসোল সাইবার থানার আধিকারিক চন্দন মিশ্র বলেন, " আমাদের প্রধান লক্ষ্য সাধারণ মানুষ এবং শিল্পপতিদের সাইবার প্রতারণার বিরুদ্ধে সচেতন করা। শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাগুলিতেও আমরা স্কুল-কলেজে সচেতনতা শিবির পরিচালনা করছি। "
আন্তর্জাতিক উদ্যোগে প্রশিক্ষণ সম্পর্কে উদ্যোক্তা সঞ্চিতা চট্টোপাধ্যায় জানান, " আমরা ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা শিবিরের আয়োজন করছি। সাইবার থানার আধিকারিকরা এই শিবিরে অংশ নিয়ে নতুন নতুন প্রতারণার কৌশল সম্পর্কে মানুষকে অবহিত করছেন। এর ফলে মানুষ আরও সতর্ক হয়ে উঠছে। " এগুলির প্রতিরোধ এবং প্রতিকার সম্পর্কে কর্মশালায় অংশগ্রহণকারীদের শেখানো হয় যে কীভাবে সাইবার হুমকি শনাক্ত করতে হয় এবং প্রতারণার শিকার হলে দ্রুত অভিযোগ জানাতে হয়। বিশেষজ্ঞরা অনলাইনে নিরাপদ থাকার টিপস এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্কতা অবলম্বনের দিক নির্দেশনা দেন।