নিজস্ব প্রতিনিধি, দীঘা : পথ দুর্ঘটনা কমাতে দরকার সচেতনতা। আর মানুষকে সচেতন করতে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থানা ট্রাফিক বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে সৈকত শহর দীঘায় পথ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। নিউ দিঘার যুব আবাস মোড় থেকে ওল্ড দীঘা পর্যন্ত একটি সচেতনতা পদযাত্রার আয়োজন করেন পুলিশ কর্মীরা সেই সঙ্গে হেলমেটহীন চালকদের চকোলেট খাইয়ে সচেতন করেন পুলিশ কর্মীরা। আর যারা ট্রাফিক নিয়ম মেনে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছে তাদের গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কন্টাই ট্রাফিক ওসি অভিজিৎ বসু, দীঘা থানার ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রাজু সরকার প্রমুখ।