জাতীয় ভোটার দিবসে জেলা প্রশাসনের তরফে পুরস্কার বিতরণ

পুরস্কার প্রদান।

author-image
Adrita
New Update
া

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ জাতীয় ভোটার দিবসে আজ জেলার তিনজন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারকে বেস্ট ই আর ও এর পুরস্কার দেওয়া হল জেলা প্রশাসনের থেকে। ঘাটালের ERO সুমন বিশ্বাস, দাসপুর বিধানসভার ERO অতনু দাস এবং দাঁতন বিধানসভার ERO বিরাজ কৃষ্ণ পাল এই পুরস্কার পেলেন। 

এছাড়া তিনজন বিডিওকে বেস্ট বিডিও এর সম্মান প্রদান করা হয়েছে। তারা হলেন, খড়গপুর ১ এর বিডিও সৌমেন দাস, শালবনির বিডিও রোমান মণ্ডল ও ডেবরার বিডিও প্রিয়ব্রত রাঢ়ী। এছাড়া প্রতিটি ব্লকের একজন করে বিএলও কে পুরস্কার প্রদান করা হয়।