নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৭ নং মলিহাটি অঞ্চলের ত্রিলোচনপুর গ্রামে বন্যা কবলিত মানুষদের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়ার চিকিৎসকদের দল ' অভয়া ক্লিনিক ' চালু করে বন্যায় পিড়িতদের পাশে দাঁড়ালেন। তারা চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ প্রদানের কাজও করছেন।
উল্লেখ্য, বন্যার জলে ডুবে থাকার কারণে এখানকার মানুষদের বেশিরভাগেরই সর্দি, কাশি, জ্বর, এবং ত্বকের নানা রোগ দেখা দিচ্ছে। তাই ২১ জনের জুনিয়ার চিকিৎসকদের একটি দল এলাকার বিভিন্ন জায়গায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে খুশী এলাকার মানুষজন। এখানে উপস্থিত জুনিয়ার চিকিৎসকদের এবং অভয়া ক্লিনিককে ধন্যবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।