নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ ডিলারশিপ দেওয়ার জন্য ফুড অফিসারের টাকা লেনদেনের কথোপকথনের অডিও ভাইরাল হয়েছে। এই ঘটনায় শাস্তির দাবী চেয়ে বিক্ষোভে তৃণমূলের। সূত্র মারফত জানা গিয়েছে যে, গতকাল সারাদিন এই ঘটনা নিয়ে সবং ব্লক অফিসে শোরগোল পড়ে যায়। পরে মহকুমা বিভাগের আধিকারিক এসে পরিস্থিতি সামাল দেয়। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি জেলা খাদ্য দপ্তর। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ফুড ইন্সপেক্টর শংকর শিংয়ের একটি অডিও ভাইরাল হয়েছে। যেখানে শোনা যাচ্ছে ওই আধিকারিক অন্য প্রান্তে এক ব্যাক্তির সঙ্গে কিছু কাজের ক্ষেত্রে টাকা পয়সা লেনদেনের কথোপকথন চলছে। আর সেই অডিওকে হাতিয়ার করে ময়দানে নেমেছে তৃণমূল।
জানা গিয়েছে, এদিন সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্সের নেতৃত্বে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে সদস্য, কর্মাধ্যক্ষ এবং দলীয় কর্মীরা দফায় দফায় ওই আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ টাকার বিনিময়ে বিভিন্ন লোককে রেশনের ডিলারশিপ দিচ্ছেন শংকর শিং। তারা চায় এই আধিকারিকের শাস্তি হোক। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, সারাদিন গড়িয়ে যাওয়ার পর সন্ধ্যায় সবং ব্লক অফিসে আসেন খাদ্য দপ্তরের মহকুমার অফিসার। তিনি পরিস্থিতি সামাল দেন। তিনি জানান, ' পুরো বিষয়টি জেলায় জানিয়েছি। বাকি আমার আর কিছু বলার নেই। ' সবংয়ের মতো জায়গায় এই ধরনের অভিও ভাইরাল হওয়ায় শোরগোল পড়ে যায়। তবে এই বিষয়ে জেলা প্রশাসন কী সিদ্ধান্ত নেয় সেই তাকিয়ে রয়েছে সবাই। যদিও এই বিষয়ে ওই আধিকারিক কোনো মুখ খোলেননি।