নিজস্ব সংবাদদাতাঃ খেজুরি থেকে ফেরার পথে শিশির অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ। বাইরে থেকে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। পুলিশ থাকা সত্ত্বেও হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। সূত্রে খবর, এদিন খেজুরি থেকে হেড়িয়ায় ফিরছিলেন সাংসদ শিশির অধিকারী। তাঁর কনভয় যখন তেঁতুলতলায় আসে বেশ কিছু লোক শিশিরবাবুর গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়তে থাকে বলে অভিযোগ। ঘটনা দেখা মাত্রই গাড়ি থামিয়ে ফেলেন চালক। ঘটনার ব্যাপকতা বাড়তেই নিরাপত্তারক্ষী ও তাঁর ড্রাইভার তাঁকে নিরাপদে বের করে নিয়ে চলে যান বলে খবর। সঙ্গে কিন্তু পুলিশের পাইলট কার ছিল। তা সত্ত্বেও এই ঘটনা ঘটায় স্বভাবতই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহল থেকে। শিশিরবাবুর ছেলে দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, ঘটনার সময় আচমকা ব্রেক কষার ফলে গাড়িতে থাকা একজনের মাথায় আঘাত লাগে। তবে শিশিরবাবুর কোনও আঘাত বা চোটের ঘটনা ঘটেনি বলে জানা যাচ্ছে।