এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার মাত্র দুশো মিটারের মধ্যে থাকা ক্ষুদিরাম মাঠের কাছে বিজেপির দলীয় দফতরের বাইরের দরজা ভাঙার চেষ্টা দুষ্কৃতীদের। এই ক্ষেত্রেও অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। এখানেও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপি বিধায়ক লক্ষন চন্দ্র ঘোড়ুই ও বিজেপি কর্মী-সমর্থকরা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইয়ের অভিযোগ, তৃণমূল ভোটে জেতার পর থেকে সন্ত্রাসের আবহ তৈরী করেছে, আজ এই ছবি সেটারই প্রমাণ। গতকাল সিপিআইএমের পোলিং এজেন্ট হওয়ার অপরাধে দুই সিপিআইএম নেতার পরিবারের ওপর শাসক দলের আক্রমণ নেমে আসে, এই ঘটনার রেশ কাটতে না কাটতে বৃহস্পতিবার বিজেপির বিধায়ক ও বিজেপির পার্টি অফিসে দুষ্কৃতীদের তান্ডব। এই ক্ষেত্রেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল উঠেছে। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি জেলা তৃণমূল সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের। ভোটে হেরে গিয়ে ভুলভাল বকছে বিজেপি-সিপিআইএম, পাল্টা তোপ তৃণমূল নেতৃত্বের।