যোগীর জনসভা থেকে ফেরার সময় বিজেপি কর্মীদের বাসে হামলা! মুহূর্তে শোরগোল

যোগীর জনসভা থেকে ফেরার সময় বিজেপি কর্মীদের বাসে আচমকাই হামলা এবং ইট পাথর ছুঁড়ে মারা হয়। সেই নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Probha Rani Das
New Update
jklppl6.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনসভা ঘেকে ফেরার পথে বাসে হামলা হয় দুষ্কৃতীদের। দুর্গাপুরের ডিভিসি মোড়ের কাছে আচমকা মুখে সাদা কাপড় বেঁধে এলোপাতারি বাসে ইট ছুড়তে শুরু করে কয়েকজন দুষ্কৃতি এমনটাই অভিযোগ উঠেছেগুরুতর ভাবে আহত হয়েছেন বিজেপির ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শ্রীদাম মন্ডল। উত্তেজিত বিজেপি কর্মীরা এরপর তৃণমূলি সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভে সামিল হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপির আসানসোল জেলা সাংগঠনিক সভাপতি বাপ্পা চ্যাটার্জী।

jklppl7.jpg

দুর্গাপুরের জেমুয়া গ্রাম থেকে একটি মিনিবাসে প্রায় ৩০ জন বিজেপি কর্মী অন্ডালের খান্দরাতে গিয়েছিলেন যোগীর জনসভায়। ফেরার পথে হামলার অভিযোগ। নির্বাচন কমিশন কে সন্ত্রাস মুক্ত ভোট করার দাবি জানিয়ে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব।