অর্জুন সিংয়ের বাড়ির সামনে হামলা, গ্রেফতার ৪

তদন্ত করছে জগদ্দল থানার পুলিশ। 

author-image
Adrita
New Update
ওয়ে

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ গতকাল প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে ইটবৃষ্টি, বোমাবাজি, গুলি চালনার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ। 

Arjun Singh | Police arrests several miscreants after allegation of bombing  near residence of Arjun Singh dgtld - Anandabazar

উল্লেখ্য, গতকাল  প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির মজদুর ভবনের সামনে প্রথমে ইটবৃষ্টি ও  বোমাবাজি শুরু হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে, এই হামলার নেপথ্যে কারা রয়েছে ? তদন্ত করছে জগদ্দল থানার পুলিশ।