সাতসকালে শহরে ঢুকে পড়ল হাতি, ছড়িয়ে পড়ল ব্যাপক চাঞ্চল্য

সাতসকালে শহরে ঢুকে পড়ল হাতি। যার ফলে ছড়িয়ে পড়ল ব্যাপক চাঞ্চল্য।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
x

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে ঝাড়গ্রাম শহরে হাতি ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাতি দেখতে হাতির পেছনে মেলার মতো ভিড় জমায় সাধারণ মানুষ। গ্রামে জঙ্গলে ঘুরে বোর হয়ে গেছে রামলাল। তাই আজ সকাল সকাল শহর ভ্রমনে বেরোয় রামলাল। শহরের ১৩, ১৫, ১৬ ও ১৭ নং ওয়ার্ড অর্থাৎ শ্রীরামপুর, বেনেগেরিয়া, সুভাষপল্লী, পুরাতন ঝাড়গ্রাম হয়ে জঙ্গলে ফিরে যায় হাতিটি। হঠাৎ করে শহরে হাতি ঢুকে যাওয়ায় আতঙ্ক ছড়ায় শহরবাসীর মনে।

কারণ এর আগে শহরে হাতির হামলায় ৫ জনের মৃত্যু হয়েছিলো। তবে রামলাল আজ শুধু এলাকা প্ররিক্রমা করেই ফিরে যায়। ঝাড়গ্রাম শহরে দিবালোকে হাতি ঢোকায় চিন্তা বাড়িয়ে দিলো বন দপ্তরের। দিন-প্রতিদিন জঙ্গল কমে যাওয়ার কারণে জঙ্গলে হাতির খাওয়ার কমছে। তাই খাবারের খোঁজে গ্রাম বা শহরে ঢোকার প্রবণতা বাড়ছে হাতির। খবর পেয়ে ঘটনা স্থলে বনদপ্তর এবং পুলিশ পৌছায়। ব্যারিকেড করে রামলালকে ফেরানো হয় জঙ্গলে। 

 

 

Adddd