চেক বাউন্সের অভিযোগে গ্রেপ্তার জ্যোতিষী

আদালতে ধৃত জ্যোতিষীকে জামিনে মুক্তি দেওয়া হয়।

author-image
Adrita
New Update
hg

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ চেক বাউন্স ও প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগে এক জ্যোতিষীকে গ্রেপ্তার করল দুর্গাপুর থানার পুলিশ। ধৃত জ্যোতিষীর নাম প্রসাদ রায়, তিনি দুর্গাপুরের সেপকো এলাকার বাসিন্দা। পুরুলিয়ার আদ্রার এক রত্ন ব্যবসায়ী মির্জা আলির অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তারী বলে জানা গেছে।

গত প্রায় ৫/৬ বছর ধরে ধৃত জ্যোতিষীর সাথে রত্ন -পাথরের ব্যবসা করতেন মির্জা আলি। কলকাতা থেকে রত্ন-পাথর এনে উক্ত জ্যোতিষীকে সরবরাহ করতেন ব্যবসায়ী মির্জা আলি। এই লেনদেনে প্রায় ৪৯ লক্ষ ৪০ হাজার টাকা দেনা হয়েছিল জ্যোতিষীর। নানান টালবাহানায় সেই টাকা দীর্ঘদিন ধরেই দিচ্ছিলেন না প্রসাদ রায়। এমনকি ব্যবসায়ীকে দেওয়া বেশ কয়েকটি চেক ও বাউন্স করে বলে অভিযোগ। এর আগেও ওই জ্যোতিষীর বিরূদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ ছিল, নিউ টাউনশিপ থানা আধিকারিকের মধ্যস্থতায় টাকা পেয়েছিলেন মির্জা আলি। কিন্তু এবার চেক বাউন্স হতেই দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি এবং জ্যোতিষীকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে পুলিশ। যদিও এদিন আদালতে ধৃত জ্যোতিষীকে জামিনে মুক্তি দেওয়া হয়।