নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই সাসপেন্ড হয়েছেন বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার মেডিক্যাল কলেজে ‘দাদাগিরি’করার অভিযোগও সামনে এসেছে। তবে এবার তার নামে এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে, সূত্র মারফত জানা গিয়েছে যে, বছর চারেক আগে ৮ লক্ষ টাকার বিনিময়ে মুর্শিদাবাদের জলঙ্গির এক ছাত্রকে ডাক্তারিতে ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তিনি। তবে, বছর পেরিয়ে গেলেও ডাক্তারিতে সুযোগ করে দিতে পারেননি তিনি। এমনকি পরবর্তীকালে সেই টাকা ফিরত দিতেও অস্বীকার করেন তিনি। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ওই ছাত্রের বাবা।
এই ঘটনার কথা জানিয়ে পুলিশে অভিযোগও দায়ের করা হয়। সেইমত চাপে পড়ে ৫ হাজার টাকা ফেরত দিয়েছেন তিনি। ওই ছাত্রের বাবা জানিয়েছেন, '' উচ্চ মাধ্যমিকে আমার ছেলে ভাল ফল করেছিল। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা দেবে বলে সে প্রস্তুতি নিচ্ছিল দমদমের একটি কোচিং সেন্টারে। সেখান থেকেই ছেলে স্বাস্থ্যক্ষেত্রে বিরূপাক্ষের প্রভাবের কথা জানতে পারে। ছেলের ভবিষ্যতের কথা ভেবে আমি তাঁর সঙ্গে যোগাযোগ করি। আসন সংরক্ষণের জন্য বিরূপাক্ষকে তিন লক্ষ টাকা দিই। আমি আর্থিক ভাবে সচ্ছল, এ কথা জানতে পেরে ওই চিকিৎসক আরও টাকা দাবি করছিলেন। পরে নগদে ফের পাঁচ লক্ষ টাকা তাঁকে দিই। কিন্তু তার পরেও তিনি টাকা চাইছিলেন। আর টাকা দিতে রাজি না হলে তিনি ফোনে হুমকি দেন। টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, যা পারেন করে নিন। ''
তিনি আরও দাবী করেন যে, এই ঘটনার কথা ২০২১ সালে পুলিশকে জানানো হলেও, তারা কোনও পদক্ষেপ নেয়নি।