বিধানসভার উপনির্বাচন, নির্দলের প্রার্থী , বিজেপির অন্দরে জল্পনা

বিজেপির অন্দরে জল্পনা।  

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
বিজেপি প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ মেদিনীপুর উপ-নির্বাচনে এবার নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন বিজেপির এস সি মোর্চার ভাইস প্রেসিডেন্ট নান্টু কুইলা। নান্টু ক্যুইলার সিম্বল হচ্ছে ব্যাট। এবার বিজেপির কাছে বড় প্রশ্ন হচ্ছে নান্টু কুইলা ব্যাটিং করতে নেমেছেন বিজেপির বিরুদ্ধেই। 

যদিও মেদিনীপুরে কোন প্রচারে তাকে দেখা যাচ্ছে না, কিন্তু নারায়ণগড়ের বাসিন্দা নারায়ণগড়ের দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন নান্টু কুইলা। কিন্তু মেদিনীপুরে হঠাৎ উপনির্বাচনে প্রার্থী হলেন তিনি তাও আবার নির্দল প্রার্থী হিসেবে। তা নিয়েই বিজেপির অন্দরে শুরু হয়েছে জোর জল্পনা।

যদিও জেলা সভাপতি সুদাম পন্ডিত জানিয়েছেন তিনি নান্টু কুইলা কে চেনেন না। কিন্তু আমাদের কাছে যে বিজেপির পদের তালিকা রয়েছে তাতে ২০২৩ ১১ মাসে নান্টু দলুই বিজেপি এস সি মোর্চার ভাইস প্রেসিডেন্টের পদে নিযুক্ত হয়েছেন। যদিও নান্টু কুইলাকে বারবার জিজ্ঞেস করা হয়েছে তিনি কেন  প্রার্থী হয়েছেন, কিন্তু তিনি কোন মন্তব্য করতেই রাজি হন নি।